নাগরাকাটায় এক রাতে রেকর্ড বৃষ্টি
জলপাইগুড়ি, ৫ অক্টোবর (হি.স.): একরাতের বৃষ্টিতে বানভাসি ডুয়ার্সের অধিকাংশ অঞ্চল৷ জলপাইগুড়ি আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা-বাগানে একরাতেই ২১৯৯ মিলিমিটারের রেকর্ড বৃষ্টি হয়েছে৷ একটি ব্লকে এক রাতে এত পরিমাণ বৃষ্টি এর আগ
নাগরাকাটায় এক রাতে রেকর্ড বৃষ্টি


জলপাইগুড়ি, ৫ অক্টোবর (হি.স.): একরাতের বৃষ্টিতে বানভাসি ডুয়ার্সের অধিকাংশ অঞ্চল৷ জলপাইগুড়ি আবহাওয়া দফতর থেকে পাওয়া খবর অনুযায়ী, নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা-বাগানে একরাতেই ২১৯৯ মিলিমিটারের রেকর্ড বৃষ্টি হয়েছে৷ একটি ব্লকে এক রাতে এত পরিমাণ বৃষ্টি এর আগে কখনও হয়নি বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷

এছাড়াও জলপাইগুড়ি জেলার আরও ২৪টি এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে৷ বৃষ্টির ফলে জলপাইগুড়ি জেলা-সহ নাগরাকাটার বিস্তীর্ণ অঞ্চল বানভাসি হয়েছে৷ বৃষ্টির কারণে, ডায়না ও গাঠিয়া নদী প্লাবিত হয়ে জলমগ্ন হয়ে পড়েছে নাগরাকাটা ও পাহাড়ি ঝোরা৷ অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বানারহাটে৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande