পথ দুর্ঘটনা: আগ্রায় ট্রাকের ধাক্কায় মৃত ৪ জন
আগ্রা, ৫ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় শনিবার গভীর রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, রুনকতা ফ্লাইওভার থেকে নামার সময় একটি ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছন দিকে ধাক্কা মারে। সংঘর্
পথ দুর্ঘটনা: আগ্রায় ট্রাকের ধাক্কায় মৃত ৪ জন


আগ্রা, ৫ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় শনিবার গভীর রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল চারজনের। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, রুনকতা ফ্লাইওভার থেকে নামার সময় একটি ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছন দিকে ধাক্কা মারে। সংঘর্ষে ট্রাকের সামনের অংশ সম্পূর্ণভাবে গুঁড়িয়ে যায় এবং চালকসহ চারজন ট্রাকের কেবিনে আটকা পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসক চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।

মৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে, এক মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande