(আপডেট) ধস; সেতু ভেঙে মৃত্যু, সিকিম-কালিম্পঙের যোগাযোগ বিচ্ছিন্ন
শিলিগুড়ি, ৫ অক্টোবর (হি.স.): এক রাতের বৃষ্টিতে দার্জিলিঙের পরিস্থিতি ভয়াবহ। মিরিকে লোহার সেতু ভেঙে পড়ে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে। সুখিয়ায় মারা গিয়েছেন চার জন। সরকারি সূত্রে এখনও অবশ্য এর স্বীকৃতি মেলেনি। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন
(আপডেট) ধস; সেতু ভেঙে মৃত্যু, সিকিম-কালিম্পঙের যোগাযোগ বিচ্ছিন্ন


শিলিগুড়ি, ৫ অক্টোবর (হি.স.):

এক রাতের বৃষ্টিতে দার্জিলিঙের পরিস্থিতি ভয়াবহ। মিরিকে লোহার সেতু ভেঙে পড়ে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে। সুখিয়ায় মারা গিয়েছেন চার জন। সরকারি সূত্রে এখনও অবশ্য এর স্বীকৃতি মেলেনি।

একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আটকে পড়েছেন পর্যটকেরা। সিকিম এবং কালিম্পঙের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্ধারকাজ চলছে।

তিস্তার জল বেড়ে উঠে এসেছে জাতীয় সড়কে। তিস্তাবাজারের কাছে ২৯ মাইল ভালুখোলায় তিস্তার জল উঠে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। এ ছাড়া, রাতে মিরিক এবং দুধিয়ার মাঝের লোহার সেতুর একাংশ বৃষ্টিতে ভেঙে গিয়েছে। তার ফলে শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বন্ধ। এমনকি, দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ বিঘ্নিত হয়েছে, যা বেশ বিরল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande