উৎসবের মরশুমে শিয়ালদহ এবং যোগনগরী ঋষিকেশের মধ্যে বিশেষ ট্রেন চালানো হবে
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): উৎসবের মরশুমে যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে, রেল কর্তৃপক্ষ শিয়ালদা এবং যোগনগরী ঋষিকেশের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনটি অতিরিক্ত ধারণক্ষমতা এব
উৎসবের মরশুমে শিয়ালদহ এবং যোগনগরী ঋষিকেশের মধ্যে বিশেষ ট্রেন চালানো হবে


কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): উৎসবের মরশুমে যাত্রীদের প্রত্যাশিত ভিড় কমাতে, রেল কর্তৃপক্ষ শিয়ালদা এবং যোগনগরী ঋষিকেশের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এই বিশেষ ট্রেনটি অতিরিক্ত ধারণক্ষমতা এবং সহায়তা দেবে। ০৪৩১২ যোগনগরী – শিয়ালদা সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি প্রতি শনিবার ১১.১০.২০২৫ থেকে ১৫.১১.২০২৫ (৬টি ট্রিপ)-এর মধ্যে ঋষিকেশ থেকে বিকাল ৩:২০ মিনিটে ছেড়ে পরের দিন রাত ৯:০০ মিনিটে শিয়ালদা পৌঁছাবে। ০৪৩১১ শিয়ালদা – যোগনাগরী ঋষিকেশ সাপ্তাহিক স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে ভোর ৫:০০ মিনিটে ছাড়বে। প্রতি সোমবার ১৩.১০.২০২৫ থেকে ১৭.১১.২০২৫ (৬টি ট্রিপ) পরের দিন দুপুর ১২:০০ টায় ঋষিকেশে পৌঁছাবে।

বিশেষ ট্রেনটি পূর্ব রেলওয়ের উভয় দিকের নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশন সহ ২৫টি স্টেশনে থামবে। ট্রেনটিতে শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ০৪৩১১ শিয়ালদা - যোগনগরী ঋষিকেশ সাপ্তাহিক বিশেষ ট্রেনের বুকিং পিআরএস কাউন্টার এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande