কার্নিভালে কড়া নিরাপত্তা রেড রোডে
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): রবিবার রেড রোডে পুজোর কার্নিভাল। ১০৬টি পুজো কমিটির প্রতিমা কার্নিভালে অংশগ্রহণ করবে। বন্ধ থাকবে রেড রোড। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। রবিবার সকাল থেকে শুরু হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। নামানো হচ্ছে অতিরিক্ত
কার্নিভালে কড়া নিরাপত্তা রেড রোডে


কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): রবিবার রেড রোডে পুজোর কার্নিভাল। ১০৬টি পুজো কমিটির প্রতিমা কার্নিভালে অংশগ্রহণ করবে। বন্ধ থাকবে রেড রোড। একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে পুলিশ।

রবিবার সকাল থেকে শুরু হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। নামানো হচ্ছে অতিরিক্ত পুলিশ। উচ্চপদস্থ আধিকারিকরাও হাজির থাকবেন। প্রতিটি প্রতিমার সঙ্গে একজন করে কর্তব্যরত পুলিশ দায়িত্বে থাকবেন। প্রতিটি প্রতিমার মধ্যে কিছু দূরত্ব রাখা হবে। যান নিয়ন্ত্রণ করা হবে বিশেষ কিছু রাস্তায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande