পাহাড়ের দুর্যোগে মোদীর ‘সহানুভূতিশীল প্রতিক্রিয়া, নিবিড় পর্যবেক্ষণে’ আশ্বস্ত, মন্তব্য শুভেন্দুর
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহানুভূতিশীল প্রতিক্রিয়া, নিবিড় পর্যবেক্ষণ এবং দার্জিলিং-এর এই মর্মান্তিক ঘটনার সময় কেন্দ্রীয় সহায়তার ব্যবস্থা গভীরভাবে আশ্বস্ত করেছে।” পাহাড়ে দুর্যোগ নিয়ে তাঁর দ্বিতীয় প্রতিক্রিয়া
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহানুভূতিশীল প্রতিক্রিয়া, নিবিড় পর্যবেক্ষণ এবং দার্জিলিং-এর এই মর্মান্তিক ঘটনার সময় কেন্দ্রীয় সহায়তার ব্যবস্থা গভীরভাবে আশ্বস্ত করেছে।” পাহাড়ে দুর্যোগ নিয়ে তাঁর দ্বিতীয় প্রতিক্রিয়ায় রবিবার এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের মধ্যে ত্রাণ প্রচেষ্টার প্রতি কেন্দ্রের প্রতিশ্রুতি এখন সময়ের দাবি। আমি রাজ্য সরকারকে NDRF, SDRF, ITBP, ভারতীয় সেনাবাহিনীর সাথে কার্যকরভাবে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সাহায্য এবং ত্রাণ দেওয়ার জন্য অনুরোধ করছি।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হল মিরিক। আমার তথ্য অনুসারে এখন পর্যন্ত ২১ জন প্রাণ হারিয়েছেন। নিহত এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande