কলকাতা, ৫ অক্টোবর (হি.স.): সিকিম, ভুটানের জলে উত্তরবঙ্গের একাধিক নদীতে জলস্ফীতি। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিকে যা আরও ভয়াবহ করে তুলেছে। এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের শিকার উত্তরবঙ্গে জেলাগুলি। সামগ্রিক পরিস্থিতিতে অবশ্য কেন্দ্রকে দুষছে তৃণমূল।
তাদের দাবি, উত্তরবঙ্গে এতটা ক্ষয়ক্ষতি ঠেকানো যেত, যায়নি স্রেফ কেন্দ্রের উদাসনীতায়। কারণ, রাজ্য সরকারের তরফে বলা সত্ত্বেও ইন্দো-ভুটান রিভার কমিশন তৈরি হয়নি। রাজ্যসভায় তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই সংক্রান্ত প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রকের মন্ত্রী স্পষ্টই জানিয়েছেন, এটি বাস্তবায়নের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।
রবিবার দুর্যোগ পরিস্থিতি দেখে ঋতব্রত প্রশ্ন তুললেন, ”ইন্দো-বাংলাদেশ রিভার কমিশন থাকলে কেন ইন্দো-ভুটান রিভার কমিশন কেন থাকবে না? এটা তো প্রয়োজনীয়।” ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, রায়ঢাক, সংকোশের মতো নদীর জল বেড়েছে ভুটান পাহাড়ে বৃষ্টির ফলে। তাতেই বানভাসি অবস্থা উত্তরবঙ্গের অধিকাংশ এলাকার।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সোমবার যাচ্ছেন সেখানে। শাসকদলও বিপর্যয় মোকাবিলায় পথে নেমেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত