উত্তরবঙ্গে দুর্যোগ, তিনটি বিশেষ সুপার এক্সপ্রেস বাস পরিষেবার ব্যবস্থা
কলকাতা, ৫ অক্টোবর (হি. স.) : রাজ্য পরিবহন দফতরের উদ্যোগে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পর্যটকদের ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলকাতা ও শিলিগুড়ির মধ্যে জরুরি বাস পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে। বহু পর্যটক এই মুহূর্
দার্জিলিং পাহাড়ে যানজট, দু'ধারেই গাড়ির সারি


কলকাতা, ৫ অক্টোবর (হি. স.) : রাজ্য পরিবহন দফতরের উদ্যোগে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পর্যটকদের ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কলকাতা ও শিলিগুড়ির মধ্যে জরুরি বাস পরিষেবার কথা ঘোষণা করা হয়েছে। বহু পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন। রবিবার অনেকের বাড়ি ফেরার কথা ছিল। পাহাড়ের উপর সঙ্গে সমতলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যাঁরা আটকেছেন তাদের জন্যে তিনটি বিশেষ সুপার এক্সপ্রেস বাসের ব্যবস্থা করা হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই প্রসঙ্গে জানিয়েছেনব, তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে বাসগুলি। প্রয়োজনে আরও বাসের ব্যবস্থা করা হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande