ঝাড়গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে ফের গ্রেফতার দুই, আদালতের পেশ
ঝাড়গ্রাম, ৫ অক্টোবর (হি.স.) : শনিবার রাতে জমি জালিয়াতি কাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অনিল মাহাতো ও রুদ্রনারায়ণ মাহাতো। অনিলের বাড়ি সাঁকরাইল থানার যুগিশোল গ্রামে এবং রুদ্রনারায়ণের বাড়ি বাকড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, দ
ঝাড়গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে ফের গ্রেফতার দুই, আদালতের পেশ


ঝাড়গ্রাম, ৫ অক্টোবর (হি.স.) : শনিবার রাতে জমি জালিয়াতি কাণ্ডে আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম অনিল মাহাতো ও রুদ্রনারায়ণ মাহাতো। অনিলের বাড়ি সাঁকরাইল থানার যুগিশোল গ্রামে এবং রুদ্রনারায়ণের বাড়ি বাকড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, দু’জনই ভুয়ো জমির মালিকানা তৈরি করে লোক জোগাড়ের কাজ করত। ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৈয়দ মহম্মদ মামদাদুল হাসান জানান, “ওই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।”

রবিবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক অনিলকে পাঁচ দিনের পুলিশ হেফাজত ও রুদ্রনারায়ণকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে, পুলিশ হেফাজতে থাকা সঞ্জয়, সুজিত ও সৌরভকেও আদালতে তোলা হলে তিনজনকেই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাঁকরাইল ব্লকের বাকড়া এলাকায় ১২৫টি পরিবারের প্রায় ৪০০ একর জমি অন্যের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ ওঠে। জীবিত মালিকদের মৃত দেখিয়ে ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র জমা দিয়ে দলিল তৈরি করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

গত ১৬ সেপ্টেম্বর জেলা নিবন্ধক জয়জিৎ চন্দ জমি জালিয়াতির অভিযোগ দায়ের করেন। এরপরই গঠিত হয় বিশেষ তদন্ত দল (সিট)। ইতিমধ্যেই শুকরঞ্জন মাহাতো, দেবাংশু পাহাড়ি, সঞ্জয় কুমার দাস, সুজিত কুঙর ও সৌরভ মাহাতোকে গ্রেফতার করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande