দেহরাদূন, ৫ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডের বিরাসত উৎসব-২০২৫-এর দ্বিতীয় দিনে রবিবার অনুষ্ঠিত ভিনটেজ র্যালিতে ১৯২৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত, অর্থাৎ সাত দশকের পুরনো চারচাকা ও দুইচাকা যানবাহনের র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে ৩০টি চারচাকা এবং ৬১টি দুইচাকা যানবাহন অংশগ্রহণ নিয়েছে। এই ভিনটেজ যানবাহনগুলি দর্শকদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্বাধীনতার আগের সময়ের গাড়িগুলোও দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছিল। র্যালিটি ডঃ ভিমরাও অম্বেদকর স্টেডিয়াম থেকে তিহরি গাড়ওয়াল পর্যন্ত অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে ইংল্যান্ডে ১৯৪২ সালে নির্মিত ‘প্লাইমাউথ ১৯৫৪ মডেল’ গাড়িটি প্রধান আকর্ষণ হিসেবে দাঁড়ায়।
এছাড়াও, ১৯৪৮ সালের ইউএসজে ৮৫৭৭ জিপ এবং ১৯২৮ সালের ফোর্ড ইউএসএ ৩৫০ সিসি মডেলের গাড়িও দর্শকদের নজর কেড়ে নেয়। দুইচাকার ক্ষেত্রে ল্যামব্রেটা, ভেস্পা, বিজয় সুপার, লুনা, ইয়াজদি, বুলেট মোটরসাইকেল ও পুরনো বাজাজ স্কুটার র্যালিতে অংশ নেয়। এছাড়াও, এক বিশেষ এক-পাহিয়া বড় ও পিছনের ছোট চাকা বিশিষ্ট সাইকেলও দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে। উৎসবে হাজির দর্শকরা এই যানবাহনগুলোর সঙ্গে ফটো ও সেলফি তুলতে ব্যস্ত ছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য