গৃহবধূকে ধর্ষণ ও স্বামীকে মারধর, বিলোনিয়া মহিলা থানার ভূমিকায় ক্ষুব্ধ দম্পতি
বিলোনিয়া (ত্রিপুরা), ৫ অক্টোবর (হি.স.) : গৃহবধুকে ধর্ষণ। স্বামীকে মারধর। বিলোনিয়া মহিলা থানা কতৃপক্ষের মামলা নিতে অনিহা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার অন্তর্গত পাইখলা পুরান রস্তা এলাকায়। জানা গিয়েছে, শনিবার একটি রবার বাগান থেকে
ত্রিপুরা পুলিশ


বিলোনিয়া (ত্রিপুরা), ৫ অক্টোবর (হি.স.) : গৃহবধুকে ধর্ষণ। স্বামীকে মারধর। বিলোনিয়া মহিলা থানা কতৃপক্ষের মামলা নিতে অনিহা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার অন্তর্গত পাইখলা পুরান রস্তা এলাকায়।

জানা গিয়েছে, শনিবার একটি রবার বাগান থেকে কাজ শেষে পাইখলার বালুর টিলা এলাকার জনৈক গৃহবধু বাড়ি ফেরার পথে পাইখলা পুরান রাস্তা এলাকায় পূর্ব তৈছামার মিঠুন ত্রিপুরা ও জয় ত্রিপুরা নামে দুই ব্যক্তি গৃহবধূর পথ আটক করে জোর পূর্বক ধর্ষণ করে। পরে কোনক্রমে গৃহবধু বাড়ি গিয়ে তাঁর স্বামীকে ঘটনাটি জানায়।

গৃহবধূর স্বামী বিষয়টি নিয়ে অভিযুক্তদের জিজ্ঞাসা করতে গেলে অভিযুক্তরা গৃহবধূর স্বামীকে মারধর করে। পরে অসুস্থ গৃহবধু ও তাঁর স্বামী পাইখলা হাসপাতালে চিকিৎসা শেষে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিলোনিয়া মহিলা থানায় মামলার জন্য আবেদন করেন।

অভিযোগ, বিলোনিয়া মহিলা থানা নির্যাতিতা মহিলার মামলা নিতে রাজি হয়নি। নির্যাতিতা মহিলা জানান, মহিলা থানা মামালা গ্রহণ না করলে তাঁরা ধর্ষকদের সাথে সাথে বিলোনিয়া মহিলা থানার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande