জলদাপাড়া, ৫ অক্টোবর (হি.স.): শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির জেরে কমবেশি প্রায় সব নদীরই জলস্তর বেড়েছে। আর এবার জলের তোড়েই ভেঙে পড়ল হলং নদীর উপরে থাকা কাঠের সেতু। জানা গিয়েছে, রবিবার সকালে হঠাৎই কাঠের সেতুটির একাংশ ভেঙে পড়ে। এই হলং নদীর উপরে থাকা কাঠের সেতুটিই হল জলদাপাড়া টুরিস্ট লজে যাওয়ার একমাত্র পথ।
সেতু ভাঙায় আটকে পড়েছেন জলদাপাড়া টুরিস্ট লজে থাকা বহু পর্যটক। পুজোর মরশুম হওয়ায় পর্যটকের সংখ্যাও ছিল বছরের অন্যান্য সময়ের থেকে তুলনামূলকভাবে বেশি। অনেকের বাড়ি ফেরার কথাও ছিল রবিবার। কিন্তু এই পরিস্থিতিতে সেতু কীভাবে ঠিক হবে এবং কীভাবেই বা তাঁরা বাড়ি ফিরবেন, তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন পর্যটকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ