লখনউ, ৫ অক্টোবর (হি.স.): বাবার হত্যার 'প্রতিশোধ' নিতে বাবার 'খুনি'কে গুলি করে 'হত্যা' করল এক যুবক। অভিযোগ এমনই। শনিবার সন্ধ্যারাতে উত্তর প্রদেশের মাংলোরা গ্রামের ঘটনা। যুবকের নাম রাহুল। নিহতের নাম জয়বীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে জয়বীর নামে ওই ব্যক্তি রাহুলের বাবাকে গুলি করে খুন করেছিল বলে অভিযোগ। সেই ঘটনার 'প্রতিশোধ' নিতে শনিবার জয়বীরকে গুলি করে খুন করে রাহুল। অভিযুক্ত রাহুল এখনও পলাতক। তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ