ত্রিপুরায় রক্তদান সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী
উদয়পুর (ত্রিপুরা), ৫ অক্টোবর (হি.স.) : অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের জন্মদিন উপলক্ষে রবিবার দিনভর গুচ্ছ অনুষ্ঠান করল বিজেপির রাধা কিশোর পুর মণ্ডলের নেতৃত্বরা। এদিন সকালে ছনবনস্থিত লোকনাথ আশ্রম, দশমীঘাট, মহাশ্মশানে স্বচ্ছতা অভিযান করা হয়। তারপর রাজ
অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়


উদয়পুর (ত্রিপুরা), ৫ অক্টোবর (হি.স.) : অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের জন্মদিন উপলক্ষে রবিবার দিনভর গুচ্ছ অনুষ্ঠান করল বিজেপির রাধা কিশোর পুর মণ্ডলের নেতৃত্বরা। এদিন সকালে ছনবনস্থিত লোকনাথ আশ্রম, দশমীঘাট, মহাশ্মশানে স্বচ্ছতা অভিযান করা হয়। তারপর রাজারবাগ রামঠাকুর আশ্রমে গিয়ে শিশুদের মধ্যে বই খাতা দেওয়া হয়। উদয়পুর ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়।

পরবর্তীতে অর্থমন্ত্রীর উপস্থিতিতে রাধা কিশোর পুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে অর্থমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী নির্দেশিত সবকা সাথ সবকা বিকাশের পথে এগিয়ে চলছে ত্রিপুরা। রক্তদান বর্তমানে সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। জন্মদিন সহ নানা অনুষ্ঠানেও রক্তদানে এগিয়ে আসতে শুরু করেছেন মানুষ। রাধা কিশোর পুর মণ্ডল যুব মোর্চার উদ্যোগের প্রয়াস নিঃসন্দেহে প্রশংসনীয়। রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে এখনও রক্তের ঘাটতি রয়েছে। রক্তের ঘাটতি নিরসনে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি রক্তদানে এগিয়ে এসে সচেতনতার পরিচয় দিচ্ছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande