উদয়পুরের সুখসাগর জলার রাস্তা বেহাল, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের
উদয়পুর (ত্রিপুরা), ৫ অক্টোবর (হি.স.) : দীর্ঘ কয়েক বছর ধরে গোমতী জেলার উদয়পুরের খিলপাড়া শীতলা বাড়ি এলাকায় সুখসাগর জলার উপর রাস্তার বেহাল অবস্থা। এই এলাকায় চল্লিশের বেশি পরিবারের লোকজন রয়েছে। বর্তমান বিধায়কের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানান
রাস্তা সংস্কারের দাবি


উদয়পুর (ত্রিপুরা), ৫ অক্টোবর (হি.স.) : দীর্ঘ কয়েক বছর ধরে গোমতী জেলার উদয়পুরের খিলপাড়া শীতলা বাড়ি এলাকায় সুখসাগর জলার উপর রাস্তার বেহাল অবস্থা। এই এলাকায় চল্লিশের বেশি পরিবারের লোকজন রয়েছে। বর্তমান বিধায়কের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হলেও রাস্তা মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

নির্বাচন আসলে সব দলের পক্ষ থেকে রাস্তা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর রাস্তার কথা ভুলে যায় সব দল। রাধা কিশোর পুর এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী ২০১৩ সালে এলাকার রাস্তা সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও রাস্তা সংস্কার হয়নি।

এলাকাবাসী ক্ষোভ ব্যক্ত করে বলেন, বর্তমানে ১২ ফুট রাস্তা রয়েছে। এই ১২ ফুট রাস্তা সংস্কার করে দিলে এলাকার লোকজন অনায়াসে ফসল নিয়ে বাজারে যেতে পারবেন। এলাকার ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে পারবে। এলাকাবাসীর আরও অভিযোগ, ছেলে কিংবা মেয়ের বিয়ের প্রস্তাব আসলে তা ভেঙে যায়। কেউ রাস্তার জন্য ছেলে কিংবা মেয়ে বিয়ে দিতে চায় না। এলাকাবাসীর দাবি সরকার যেন অতিসত্বর এই রাস্তাটি সংস্কার করে দেয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande