আগরতলা, ৫ অক্টোবর (হি.স.) : দুর্গাপুজোর জাঁকজমকপূর্ণ উদযাপন শেষ হয়েছে এবং লক্ষ্মীপুজো উদযাপনের জন্য প্রস্তুত ত্রিপুরা। যদিও কিছু কিছু জায়গায় এখনও উৎসবের আমেজ বজায় রয়েছে। তবে বেশিরভাগ পুজো আয়োজক ইতিমধ্যেই প্রতিমা নিরঞ্জন সম্পন্ন করেছে। কিছু কিছু জায়গায় রবিবার প্রতিমা নিরঞ্জন করা হয়েছে।
কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজ্যজুড়ে দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকল নিরাপত্তা কর্মী, ক্লাব এবং সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে উল্লেখ করেন- শারদীয়া দুর্গোৎসবের দিনগুলোতে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।
আমি তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে ধন্যবাদ জানাই বিভিন্ন ক্লাব ও পূজা আয়োজক কমিটিগুলিকে, যাঁরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে উৎসবকে আনন্দমুখর ও সফল করে তুলেছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ