বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, চিন্তা বাড়াচ্ছে নদীর জলস্তর
শিলিগুড়ি, ৫ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে বৃষ্টিতে প্রবল বিপর্যয়। ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। রবিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্
বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, চিন্তা বাড়াচ্ছে নদীর জলস্তর


শিলিগুড়ি, ৫ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে বৃষ্টিতে প্রবল বিপর্যয়। ভারী বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। রবিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রবল বৃষ্টিতে শুধু ধস নয়, চিন্তা বাড়াচ্ছে নদীর জলস্তরও। জল বাড়ছে তিস্তা, জলঢাকার। ভুটান থেকে নেমে আসা জলে বানভাসি নাগরাকাটা। তিস্তা বাজার এলাকায় রাস্তায় উঠে এসেছে নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে মহানন্দা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande