এস কে পাড়া স্টেশনের কাছে ট্রেন-ট্রাক সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল
আমবাসা (ত্রিপুরা), ৫ অক্টোবর (হি.স.) : বড়সড় দুর্ঘটনা থেকে অল্পতে রক্ষা পেল আগরতলা থেকে করিমগঞ্জগামী ট্রেন৷ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে এস কে পাড়া স্টেশনের কাছে৷ ওই ট্রেনটি নির্মাণ সামগ্রী বোঝাই একটি মিনি ট্রাককে ধাক্কা দেয়৷ ওই ট্রাকটি রেল লাইনের উ
ট্রেন ট্রাক সংঘর্ষ


আমবাসা (ত্রিপুরা), ৫ অক্টোবর (হি.স.) : বড়সড় দুর্ঘটনা থেকে অল্পতে রক্ষা পেল আগরতলা থেকে করিমগঞ্জগামী ট্রেন৷ দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে এস কে পাড়া স্টেশনের কাছে৷ ওই ট্রেনটি নির্মাণ সামগ্রী বোঝাই একটি মিনি ট্রাককে ধাক্কা দেয়৷ ওই ট্রাকটি রেল লাইনের উপরে চলে আসায় এই দুর্ঘটনা৷ যদিও তাতে হতাহতের কোন খবর নেই৷

জানা গিয়েছে, এদিন সকালে আগরতলা থেকে করিমগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল ডেমু ট্রেনটি৷ এস কে পাড়া স্টেশনের কাছাকাছি এলাকায় রেল লাইনের উপরে চলে আসে নির্মাণ সামগ্রী বোঝাই একটি মিনি ট্রাক৷ ট্রেনটি ওই ট্রাকে ধাক্কা দেয়৷ তাতে ট্রেনের তেমন কোন ক্ষতি হয়নি৷ তবে মিনি ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে৷

দুর্ঘটনার পরপরই ট্রেনের যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন৷ দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে আরপিএফ সহ জিআরপি থানার পুলিশ৷ কিছু সময়ের চেষ্টায় রেল লাইনে আটকে থাকা মিনি ট্রাকটি সরিয়ে দেওয়া হয়৷ তারপর যথারীতি গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয় ট্রেনটি৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande