আগরতলা, ৫ অক্টোবর (হি.স.) : শারদোৎসবে প্রতিমা নিরঞ্জনের পর রাজ্যের নদীগুলির জল দূষিত হয়েছে কি না তা খাতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ৷ সেই মোতাবেক রবিবার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিশেষজ্ঞদের টিম আগরতলায় হাওড়া নদীর জল সংগ্রহ করেছে৷ শুধু হাওড়া নদী নয় রাজ্যের অন্যান্য নদীগুলির জলও সংগ্রহ করা হয়েছে৷ সংগৃহীত জল ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে৷
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন উৎসবের মরশুমে প্রতিমা নিরঞ্জনের পর জলের কি অবস্থা হয় সেটা পরীক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা রয়েছে৷ সেই নির্দেশিকা মোতাবেক জল পরীক্ষা করা হয়৷ প্রতিবছরই এমনটা করা হয়৷ এবছর তার ব্যতিক্রম হয়নি৷ আগরতলায় দশমীঘাট এবং বিদ্যাসাগর এলাকায় হাওড়া নদীর জলের নমুনা সংগ্রহ করা হয়েছে৷
ওই আধিকারিক আরও জানান, প্রতিমা নিরঞ্জনের সাতদিন আগে একবার জল সংগ্রহ করা হয়৷ তারপর প্রতিমা নিরঞ্জনের পরদিন এবং এরপর সাতদিন পর জল সংগ্রহ করা হয়৷ তিন দফায় সংগৃহীত জল পরীক্ষা করে দেখা হয় প্রতিমা নিরঞ্জনের ফলে জলে দূষণের মাত্রা কতটুকু৷ সেই মোতাবেক একটি রিপোর্ট তৈরী করা হয় এবং সেই রিপোর্ট আগরতলা পুর নিগম, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকে পাঠানো হয়৷ সেইসাথে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওয়েবসাইটেও আপলোড করা হয়, যাতে জনসাধারণ সেই রিপোর্ট দেখতে পারেন৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ