তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৫ অক্টোবর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার অধীন মেলাপাথর এলাকায় এক মহিলার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতার নাম শর্মিষ্ঠা মোদক৷ বয়স আনুমানিক ৩৬ বছর৷ নিজ বাড়িতেই মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷
রবিবার তেলিয়ামুড়া থানার এক আধিকারিক জানিয়েছেন, শনিবার মধ্যরাতে থানায় খবর আসে যে মেলাপাথর এলাকায় একটি বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বেরুচ্ছে৷ সেই মোতাবেক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে৷ গিয়ে দেখা যায় একটি বস্তার ভেতর থেকে দুর্গন্ধ বেরুচ্ছে৷ সাথে সাথেই ফরেন্সিক টিমকে ঘটনাস্থলে আনা হয়৷ পুলিশ এবং ফরেন্সিক টিম বস্তা খুলে দেখতে পায় একজন মহিলার মৃতদেহ৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বিবাহবিচ্ছেদ হয়েছিল৷ তারপর থেকে তিনি একাই ওই বাড়িতে থাকতেন৷ তবে একটি অসমর্থিত সূত্রের দাবি প্রায়ই ওই মহিলার বাড়িতে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির যাওয়া আসা ছিল৷ আশঙ্কা করা হচ্ছে ওই ব্যক্তিই মহিলাকে খুন করে বস্তাবন্দি করে রেখে পালিয়েছে৷ পুলিশও এই বিষয়টিকেই সামনে রেখে তদন্তে এগুচ্ছে৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ