মুম্বই, ৬ অক্টোবর (হি.স.) : মহারাষ্ট্রে বাস ও টেম্পো ট্রাভেলারের মুখোমুখি সংঘর্ষে ঘটে। ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে দাদর পশ্চিমের অবস্থিত বীর কোতোয়াল উদ্যানের কাছে। পথ দুর্ঘটনায় প্রাণ হারায় এক ব্যক্তি। আহত আরও চারজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, দাদর টিটি থেকে শিবাজি পার্কমুখী একটি টেম্পো ট্রাভেলার নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। তীব্র সংঘর্ষে বাসটি বাঁ দিকে সরে গিয়ে বাসস্টপে দাঁড়ানো যাত্রীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই শেহাবুদ্দিন (৩৭)-এর মৃত্যু হয়। আহতদের মধ্যে রয়েছেন
রাহুল অশোক পাদেল(৩০), রোহিত অশোক পাদেল(৩৩), অক্ষয় অশোক পাদেল(২৫), এবং বিদ্যা রাহুল মোতে (২৮) চিকিৎসাধীন রয়েছেন। বাসটি আরটিও পরিদর্শনের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন