আগরতলায় বিপুল পরিমাণে বিলেতি মদ ও শব্দবাজি বাজেয়াপ্ত, গ্রেফতার ১১
আগরতলা, ৬ অক্টোবর (হি.স.) : শব্দবাজি নিয়ন্ত্রণে রাখার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলিতে অভিযান করা হয়। পাশাপাশি আগরতলা শহরের বিভিন্ন থানাগুলি মদ ও শব্দবাজি বিরুদ্ধে অভিযান সংঘটিত করছে। এনসিসি থানার পুলিশ রবিবার র
গ্রফতার মদ বিক্রেতা


আগরতলা, ৬ অক্টোবর (হি.স.) : শব্দবাজি নিয়ন্ত্রণে রাখার জন্য ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলিতে অভিযান করা হয়। পাশাপাশি আগরতলা শহরের বিভিন্ন থানাগুলি মদ ও শব্দবাজি বিরুদ্ধে অভিযান সংঘটিত করছে।

এনসিসি থানার পুলিশ রবিবার রাতে বিভিন্ন এলাকায় মদ ও শব্দবাজি বিরোধী অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয় মদ ও নিষিদ্ধ শব্দবাজি। সাথে ১১ জনকে গ্রেফতার করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন এনসিসি থানার ওসি প্রাণজিৎ মালাকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

এনসিসি থানার ওসি প্রাণজিৎ মালাকার জানান, লক্ষ্মী পূজাকে সামনে রেখে বড়জলা, জিবি বাজার সহ আরও কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১১৭ বোতল বিলেতি মদ, ১২০ প্যাকেট শব্দবাজি সহ ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande