প্রয়াগরাজ, ৬ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের প্রয়াগরাজে পুলিশের হাতে গ্রেফতার এক দুষ্কৃতী। সঙ্গে উদ্ধার হয়েছে একটি চেন, একটি অবৈধ পিস্তল ও দুটি কার্তুজ। ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে প্রয়াগরাজের শিবকুটি থানার অন্তর্গত এলাকার মেহদৌরির কাছে। অভিযুক্তের নাম আব্বু হুজাইফা।
সোমবার এক পুলিশ আধিকারিক জানান, রবিবার রাতে মেহদৌরির কাছে টহলদারির সময় দুই বাইক আরোহীকে দেখে সন্দেহ হয়। পুলিশ তাদের থামার নির্দেশ দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে এক বাইক আরোহী জখম হলেও অপরজন বাইক নিয়ে পালিয়ে যায়। এরপর পুলিশ আহত আব্বু হুজাইফাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক