সাহারানপুরে পুলিশের গুলিতে নিহত এক দুষ্কৃতী
সাহারানপুর, ৬ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের সাহারানপুরে পুলিশের গুলিতে নিহত এক দুষ্কৃতী। উদ্ধার হয়েছে দুটি পিস্তল, ১৮টি গুলির খোল এবং ১০টি কার্তুজ । ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে সাহারানপুরের গাগলহেদি থানার অন্তর্গত এলাকায় । নিহত দুষ্কৃতীর নাম ইমরা
এনকাউন্টার


সাহারানপুর, ৬ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের সাহারানপুরে পুলিশের গুলিতে নিহত এক দুষ্কৃতী। উদ্ধার হয়েছে দুটি পিস্তল, ১৮টি গুলির খোল এবং ১০টি কার্তুজ । ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে সাহারানপুরের গাগলহেদি থানার অন্তর্গত এলাকায় । নিহত দুষ্কৃতীর নাম ইমরান।

সোমবার এক পুলিশ আধিকারিক জানান , নিহত ইমরানের বিরুদ্ধে এর আগে সাহারানপুর, মিরাট, শামলি এবং মুজাফফরনগরে ১৩টিরও বেশি ডাকাতির মামলা দায়ের হয়েছে। রবিবার রাতে গাগলহেদি থানায় তার বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুষ্কৃতীর খোঁজ শুরু করে এবং গোপন সূত্রে তার খোঁজ মেলে । এরপর পুলিশ ইমরানকে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশ। গোলাগুলি চলাকালীন আহত হয়েছেন দুই পুলিশ আধিকারিক , বর্তমানে তাঁরা স্থিতিশীল অবস্থায় রয়েছেন ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande