ঝাড়গ্রাম, ৬ অক্টোবর (হি.স.) : ঝাড়গ্রামের জামবনী থানার সরকাটা গ্রামে রবিবার বিকেলে এক মহিলার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। মৃতার নাম সুভাষিণী মাহাত (৫২), তিনি ওই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সুভাষিণী মাহাত গ্রামের অন্য দুই মহিলার সঙ্গে গরু নিয়ে মাঠে গিয়েছিলেন। হঠাৎ ঘনকালো মেঘের সঙ্গে বজ্রপাত শুরু হয় এবং মূহূর্তের বজ্রপাতে গুরুতরভাবে আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে দ্রুত ঝাড়গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়। সোমবার দুপুরে হাসপাতালের ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার পর পুরো সরকাটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতার বড় ছেলে মোহনীমোহন মাহাতো বলেন, “গরু চরানোর সময় বজ্রপাতের আঘাতে মা আহত হন, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।” মহিলার স্বামী ও দুই ছেলে রয়েছেন। পরিবার ক্ষতিপূরণের দাবি করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো