হাইলাকান্দি (অসম), ৬ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায়ও আগামীকাল মঙ্গলবার অরুণোদয় ৩.০ (তৃতীয় পর্যায়) প্ৰসল্পের উদ্বোধন করা হবে।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৬০২টি কেন্দ্রে এই কার্যসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলার ৬০২টি কেন্দ্রের সব কয়টিতে এ উপলক্ষ্যে রাজ্য পর্যায়ের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট মঙ্গলবার সকাল ১০টা থেকে সম্প্রচার করা হবে।
তৃতীয় পর্যায়ের অরুণোদয় প্রকল্পে হাইলাকান্দি জেলায় ৫৫ হাজার ৫১৭ জন উপকৃত হবেন। এদিকে জেলার এই ৬০২টি কেন্দ্রে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারের জন্য প্রশাসন ব্যাপক ব্যবস্থা নিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস