খগেনের ওপর প্রাণঘাতী হামলা, আক্রান্ত শঙ্কর ঘোষও
জলপাইগুড়ি, ৬ অক্টোবর (হি.স.): দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে রক্তাক্ত বিজেপি সাংসদ এবং বিধায়ক। উত্তরবঙ্গের দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করার সময় বিজেপি বিধায়ক ডঃ শংকর ঘোষ এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলা চা
খগেনের ওপর প্রাণঘাতী হামলা, আক্রান্ত শঙ্কর ঘোষও


জলপাইগুড়ি, ৬ অক্টোবর (হি.স.): দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে রক্তাক্ত বিজেপি সাংসদ এবং বিধায়ক। উত্তরবঙ্গের দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করার সময় বিজেপি বিধায়ক ডঃ শংকর ঘোষ এবং মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ। পাথর মেরে খগেন মুর্মুর মাথা ফাটিয়ে দেওয়া হয়।

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আঙুল তুলেছেন তৃণমূলের দিকে। অভিযোগ করলেন, কিছু মানুষ দিদি দিদি বলে তাঁদের দিকে তেড়ে যান। প্রথমে গালাগালি এবং তার পর মারধর। বিধায়কের দাবি, গাড়ির সিটের তলায় প্রায় শুয়ে না পড়লে তাঁর মাথা ফেটে যেত। বামনডাঙায় ঢোকার আগে বিক্ষোভের মুখে পড়েন দু’জনে। লাঠি, জুতো নিয়ে তাঁদের উপর চড়াও হন কয়েকশো মানুষ। নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ করে ছোড়া হয়। তাতেই মাথা ফেটে যায় খগেনের। গলগল করে রক্ত ঝরতে থাকে। ধাক্কা দেওয়া হয় শঙ্করকেও। আপাতত দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande