ত্রাণকার্যে বিজেপি নেতা-কর্মীরা আক্রান্ত, প্রতিবাদ দিল্লি, কলকাতার সদর দফতরে
কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে বিজেপি সাংসদ এবং বিধায়কের উপর দুষ্কৃতীদের হামলার কড়া প্রতিবাদ জানাল দল। একদিকে, দলের রাজ্য দফতরের সামনে হয়েছে প্রতিবাদ-সমাবেশ। অন্যদিকে, কড়া মন্তব্য করেছেন বিজেপি-র সর্বভারতীয় মুখপাত্র। উত্তরবঙ্গে দুর্গতদের
ত্রাণকার্যে বিজেপি নেতা-কর্মীরা আক্রান্ত, প্রতিবাদ দিল্লি, কলকাতার সদর দফতরে


কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): উত্তরবঙ্গে বিজেপি সাংসদ এবং বিধায়কের উপর দুষ্কৃতীদের হামলার কড়া প্রতিবাদ জানাল দল। একদিকে, দলের রাজ্য দফতরের সামনে হয়েছে প্রতিবাদ-সমাবেশ। অন্যদিকে, কড়া মন্তব্য করেছেন বিজেপি-র সর্বভারতীয় মুখপাত্র।

উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে দলের দুই নেতা আহত হয়েছেন। এর প্রতিবাদে সোমবার রাজ্য বিজেপি প্রধান কার্যালয় ৬, মুরলিধর সেন লেনে প্রতিবাদ মিছিল এবং কুশ পুতুল দাহ করা হয়।

নাগরাকাটায় বিজেপি সাংসদ এবং বিধায়কদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে কড়া সমালোচনা করেছেন বিজেপি সর্বভারতীয় মুখপাত্র ড. সুধাংশু ত্রিবেদী। তিনি

দিল্লি বিজেপি সদর কার্যালয় থেকে এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন।

জলবন্দী সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে তৃণমূলের সন্ত্রাসীদের হাতে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার একাধিক ভিডিয়ো পরিবেশিত হয়েছে রাজ্য বিজেপি-র মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে। অভিযোগ, ত্রাণ সামগ্রী বিতরণ করতে এলে কুমারগ্রামের বিজেপি বিধান মনোজ কুমার ওরাও-এর কাজে বাধা দেয় তৃণমূলের গুন্ডারা। এর প্রমাণ হিসাবে ভিডিয়ো পেশ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande