সাংসদ-বিধায়কের ওপর হামলার প্রতিবাদ, দুর্গাপুর ও পানাগড়ে বিজেপি কর্মীদের পথ অবরোধ
দুর্গাপুর, ৬ অক্টোবর (হি.স.) : নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার দুর্গাপুর ও পানাগড়ে বিজেপি কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। দুর্গাপুরে ডিএমসি মোড়
দলীয় সাংসদ, বিধায়কের ওপর হামলার প্রতিবাদে,   দু্র্গাপুর ও পানাগড়ে সড়ক অবরোধ বিজেপিকর্মীদের


দুর্গাপুর, ৬ অক্টোবর (হি.স.) : নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সোমবার দুর্গাপুর ও পানাগড়ে বিজেপি কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

দুর্গাপুরে ডিএমসি মোড় অবরোধ করে বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। হাতে দলীয় পতাকা নিয়ে তারা স্লোগান দিতে থাকেন, “খগেন মুর্মুর উপর হামলার বিচার চাই” এবং “তৃণমূলের গুন্ডামি চলবে না।” দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বিক্ষোভের নেতৃত্ব দেন।

একই সঙ্গে পানাগড় বাজারেও বিজেপি জেলা সহ সভাপতি রমন শর্মার নেতৃত্বে অবরোধে অংশ নেন কর্মীরা। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন।

লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধিও নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কী অবস্থায় তা প্রমাণিত। রাজ্যে অরাজকতা চলছে, আইনের শাসন নেই। মুখ্যমন্ত্রী অপদার্থ। একদিকে বন্যায় ভাসছে উত্তরবঙ্গ, আর উনি কার্নিভালে ফুর্তি করছেন। রাজ্যজুড়ে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande