“মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় 'জঙ্গল রাজ'”, কটাক্ষ বিপ্লব দেবের
কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): “এই হিংস্রতা বিজেপিকে মানুষের সেবা করা থেকে থামাতে পারবে না।” উত্তরবঙ্গে ত্রাণ বিতরণ করতে গিয়ে রক্তাক্ত বিজেপি সাংসদের ছবির ভিডিয়ো যুক্ত করে এ কথা লিখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যবেক্
“মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় 'জঙ্গল রাজ'”, কটাক্ষ বিপ্লব দেবের


কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): “এই হিংস্রতা বিজেপিকে মানুষের সেবা করা থেকে থামাতে পারবে না।” উত্তরবঙ্গে ত্রাণ বিতরণ করতে গিয়ে রক্তাক্ত বিজেপি সাংসদের ছবির ভিডিয়ো যুক্ত করে এ কথা লিখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক বিপ্লব দেব।

বিপ্লববাবু এক্সবার্তায় লিখেছেন, “নাগরাকাটায় ত্রাণ বিতরণ করতে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক ডঃ শঙ্কর ঘোষের ওপর নৃশংস আক্রমণ চালানো হয়েছে। ২৩ জনেরও বেশি মানুষের জীবনহানি, হাজার হাজার মানুষ গৃহহীন, তবুও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতায় নাচে মগ্ন ছিলেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande