দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে মন্ত্রী বীরবাহা হাঁসদা
শিলিগুড়ি, ৬ অক্টোবর (হি.স.): দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে রাজ্যের বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। সোমবার সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ
দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে মন্ত্রী বীরবাহা হাঁসদা


শিলিগুড়ি, ৬ অক্টোবর (হি.স.): দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ সফরে রাজ্যের বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। সোমবার সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন তিনি। এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথ দিয়ে সোজা চলে যান ডুয়ার্সের উদ্দেশ্যে। দুর্গত এলাকা পরিদর্শন করার পাশাপাশি বন্যপ্রাণীদের কী পরিস্থিতি, তাও খতিয়ে দেখবেন মন্ত্রী।

উল্লেখ্য, প্রকৃতির রোষে বিপর্যস্ত উত্তরবঙ্গ। প্রবল বর্ষণে ও ধস নেমে মৃত্যু হয়েছে অন্তত ২৫ জনের। তবে সোমবার সকালে কিছুটা হলেও আবহাওয়ার বদল হয়েছে। জানা গিয়েছে, তোর্সা নদী থেকে লাল সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। যদিও উত্তরবঙ্গের একাধিক জায়গায় দুর্যোগের একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। বিভিন্ন জায়গায় ভেঙেছে রাস্তা, উপড়ে পড়েছে গাছ। এদিন উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আসার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande