উত্তরবঙ্গের বিপর্যয়ে শাসকদল দায়ী, অভিযোগ শমীক ভট্টাচার্যর
কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): মুখ্যমন্ত্রীর আগেই উত্তরবঙ্গে পৌঁছেছে বিজেপি। দলের সাংসদ - বিধায়ক থেকে শুরু করে লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিরা উত্তরবঙ্গে পৌঁছেছেন। বিপর্যয়ের কারণ সম্পর্কে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে প্র
উত্তরবঙ্গের বিপর্যয়ে শাসকদল দায়ী, অভিযোগ শমীক ভট্টাচার্যর


কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): মুখ্যমন্ত্রীর আগেই উত্তরবঙ্গে পৌঁছেছে বিজেপি। দলের সাংসদ - বিধায়ক থেকে শুরু করে লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিরা উত্তরবঙ্গে পৌঁছেছেন। বিপর্যয়ের কারণ সম্পর্কে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে প্রাথমিক প্রতিক্রিয়ায় শমীক বলেন, এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস সরকার। দক্ষিণবঙ্গের কিছু নেতা, বিধায়ক, আমলা ডুয়ার্সের জমি কিনেছে। কার নামে কত পরিমাণ জমি রেজিস্ট্রি হয়েছে সাংবাদিকরা সেই তথ্য তুলে ধরুন সব পরিষ্কার হয়ে যাবে। ডুয়ার্সে জঙ্গল কেটে সাফ করে দেওয়া হয়েছে। জোরদার চলছে স্যান্ড মাইনিং। এই বালি তোলার পাশাপাশি নদী থেকে অবৈধভাবে বোল্ডার তুলে নেওয়া ইত্যাদি নানা কারণ মূলত দায়ী। সেইসঙ্গে গত ১৪ বছর ধরে এই অঞ্চলের মানুষের সঙ্গে বঞ্চনা চলছে। এর খেসারত দিতে হল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande