কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): একটি রেকার ভ্যানের ভিতর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হলো। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, পার্ক স্ট্রিট থানা এলাকার নোনাপুকুর ট্রামডিপোর কাছে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মহম্মদ জামাল। তাঁর বাড়ি বিহারের মুজফফরপুরে। এখানে তিনি ওই রেকার ভ্যান চালাতেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। এটি খুন নাকি আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ