ভুবনেশ্বর, ৬ অক্টোবর (হি.স.): দুর্গাপুজোর বিসর্জন ঘিরে অশান্তির জেরে উত্তপ্ত ওড়িশার কটক। শনিবার মাঝরাতে বাজার এলাকায় মাইক বাজানোকে কেন্দ্র করে শুরু হয় বচসা। ক্রমশ তা ছড়িয়ে পড়ে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৬ ঘণ্টার কার্ফু জারি করেছে প্রশাসন। ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। রবিবার সন্ধে ৭টা থেকে সোমবার সন্ধে ৭টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেয় রাজ্য সরকার।
এদিকে, ভিএইচপি সোমবার কটকে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে। বিজেডি ও কংগ্রেস উভয়েই দুষ্কৃতীদের কড়া শাস্তির দাবি তুলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ