হামিরপুর, ৬ অক্টোবর (হি.স.) : মদের জন্য টাকা দিতে রাজি না হওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে খুনের অভিযোগ উত্তর প্রদেশের হামিরপুরে। ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে। মৃতের নাম আশা রানী (৭০)। পুলিশ সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে কুরারা শহরের ১১ নম্বর ওয়ার্ডে। রবিবার রাতে বৃদ্ধার নাতি মদের জন্য টাকা চাইতে আসে বৃদ্ধার কাছে। বৃদ্ধা টাকা দিতে অস্বীকার করলে তাঁকে লাঠি দিয়ে বারংবার আঘাত করে তাঁর নাতি। গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় বৃদ্ধা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক