মুর্শিদাবাদ, ৬ অক্টোবর (হি.স.): ফের ভাঙন শুরু হয়েছে শামসেরগঞ্জের চাচণ্ডে। রবিবার রাত থেকে ভাঙন শুরু হওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গঙ্গার কাছাকাছি একটি রাস্তা ও একটি মন্দিরের কিছুটা অংশ ভেঙে পড়ে। ফলে এর সংলগ্ন এলাকার বাড়িগুলির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে।সেচ দফতর ভাঙন ঠেকাতে বালি বোঝাই বস্তা ফেলার কাজ শুরু করলেও তাতে কাজের কাজ হচ্ছে না বলে এ দিন ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ