কাংড়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার ৫ মাদক পাচারকারী
ধর্মশালা, ৬ অক্টোবর (হি.স.) : হিমাচল প্রদেশের কাংড়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার ৫ মাদক পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫০ গ্রাম মাদক ( গাঁজা)। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। সোমবার এক পুলিশ আধিকারিক জানান , ম্যাট থেকে ধর্মন যাওয়ার পথে ট্র্যা
কাংড়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার ৫ মাদক পাচারকারী


ধর্মশালা, ৬ অক্টোবর (হি.স.) : হিমাচল প্রদেশের কাংড়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার ৫ মাদক পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫০ গ্রাম মাদক ( গাঁজা)। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।

সোমবার এক পুলিশ আধিকারিক জানান , ম্যাট থেকে ধর্মন যাওয়ার পথে ট্র্যাফিক চেকপোস্টের কাছে পাঁচ রুখি থানার পুলিশের একটি দলের নিয়মিত টহলের সময় একটি গাড়ি দেখে সন্দেহ হয়। এরপর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ মাদক (গাঁজা) উদ্ধার করে। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande