কলমচৌড়ায় স্বামীর পাশবিক নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
বক্সনগর (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের অধীন কলমচৌড়া থানার অন্তর্গত রহিমপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে ১৮ বছর বয়সী সুমাইয়া আক্তার তাঁর স্বামী রিয়াদ হোসেন (২৬) এর নির্যাতনে প্রাণ হারালেন। স্থানীয় স
মৃত্যু


বক্সনগর (ত্রিপুরা), ৬ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার বক্সনগর ব্লকের অধীন কলমচৌড়া থানার অন্তর্গত রহিমপুর এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে ১৮ বছর বয়সী সুমাইয়া আক্তার তাঁর স্বামী রিয়াদ হোসেন (২৬) এর নির্যাতনে প্রাণ হারালেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমপুর উত্তরপাড়ার বাসিন্দা রিয়াদ দীর্ঘদিন ধরে সুমাইয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছিলেন। বৃহস্পতিবার রাতে, পারিবারিক কলহ তীব্র রূপ নেয়। রিয়াদ সুমাইয়াকে পেটে লাথি মেরেছিল বলে অভিযোগ। সুমাইয়া চার মাসের গর্ভবতী ছিলেন। তাতে সুমাইয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটিই প্রথম নির্যাতনের ঘটনা নয়। এক মাস আগেও একই রকম হামলার ঘটনা ঘটেছিল। সুমাইয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সুমাইয়ার অকাল মৃত্যু রহিমপুরে শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande