লক্ষ্মীপুজোয় আকাশছোঁয়া বাজারদর, মধ্যবিত্তের মাথায় হাত
কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): উৎসবের মরসুমে বাজার করতে গিয়ে ছ্যাঁকা খাওয়ার জোগাড় উৎসবপ্রিয় বাঙালির। পুজোর আগে বৃষ্টির কারণে এ বছরও সব্জি এবং ফলের বাজার অগ্নিমূল্য। সেই রেশ রয়েছে লক্ষ্মীপুজোতেও। কলকাতার একাধিক জনপ্রিয় বাজারে সব্জি-ফলের দাম আকাশছোঁয
লক্ষ্মীপুজোয় আকাশছোঁয়া বাজারদর, মধ্যবিত্তের মাথায় হাত


কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): উৎসবের মরসুমে বাজার করতে গিয়ে ছ্যাঁকা খাওয়ার জোগাড় উৎসবপ্রিয় বাঙালির। পুজোর আগে বৃষ্টির কারণে এ বছরও সব্জি এবং ফলের বাজার অগ্নিমূল্য। সেই রেশ রয়েছে লক্ষ্মীপুজোতেও। কলকাতার একাধিক জনপ্রিয় বাজারে সব্জি-ফলের দাম আকাশছোঁয়া। ধনদেবীর আরাধনা করতে গিয়ে মাথায় হয় মধ্যবিত্ত বাঙালির।

ফল, ফুল, সব্জি সব কিছুরই অগ্নিমূল্য। মিষ্টি ছাড়া যে কোনও পুজোই অসম্পূর্ণ। লক্ষ্মী পুজোতে সেখানেও হাত ছোঁয়াতে গেলে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত বাঙালি। বেশ কয়েক বছর যাবৎ লক্ষ্মীপুজোয় বাড়িতে নাড়ু বানানোর চল প্রায় উঠেই গিয়েছে। বদলে, বাজার থেকে নারকেল ও তিলের নাড়ু, মুড়ি ও খইয়ের মোয়ার প্যাকেট কেনেন অনেকেই। দাম বেশি হলেও রেডিমেড নাড়ুর বিক্রি অনেকটাই বেড়েছে। ফলে, দাম চড়েছে প্যাকেটবন্দি নাড়ু, মোয়ার। পদ্ম থেকে গাঁদার মালা সবই বিকোচ্ছে চড়া দামে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande