শিলিগুড়ি, ৬ অক্টোবর, (হি.স.): ‘‘এই সময় কোনও অপ্রীতিকর ঘটনা কাম্য নয়।’’ উত্তরবঙ্গের কঠিন পরিস্থিতিতে সকলকে ‘একতা’ বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আক্রান্ত হন বিজেপির দুই নেতা— সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। তার পর পরই উত্তরবঙ্গে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই সমাজমাধ্যমে একটি পোস্টে সকলকে সংযত থাকার বার্তা দিলেন।
সোমবার দুপুরে উত্তরবঙ্গ পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। উত্তরবঙ্গে পৌঁছেই সকলকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে বলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘এই কঠিন সময়েও আমাদের মনে রাখতে হবে একতা ও ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।’’
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত