বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছে আশ্বাসবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
শিলিগুড়ি, ৬ অক্টোবর (হি.স.): টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের জায়গায় জায়গায় ভূমি ধস। জলের তোড়ে সেখানে ভেঙেছে সেতু, নদীর গ্রাসে গিয়েছে ঘরবাড়ি। এই পরিস্থিতিতে সোমবারই উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আশ্
বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছে আশ্বাসবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


শিলিগুড়ি, ৬ অক্টোবর (হি.স.): টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের জায়গায় জায়গায় ভূমি ধস। জলের তোড়ে সেখানে ভেঙেছে সেতু, নদীর গ্রাসে গিয়েছে ঘরবাড়ি। এই পরিস্থিতিতে সোমবারই উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আশ্বাসবার্তা দিয়েছেন।

তিনি বলেন, 'আপনাদের চিন্তা করার কারণ নেই। যাদের সবকিছু চলে গেছে। আমাদের ভাইবোন, যাদের মৃত্যু হয়েছে, তাঁদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। যাঁরা ঘরে যেতে পারছেন না, থাকা খাওয়ার বন্দোবস্ত সব সরকার করবে। জামা কাপড় থেকে বিছানাপত্র, সব দিয়ে দেওয়া হবে। ব্যবস্থা করা হবে একজনের হোমগার্ডের চাকরির।'

মুখ্যমন্ত্রী বলেন, 'নজর রেখে চলছি উত্তরবঙ্গের দিকে। আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। তাঁদের ফেরাতে ৪৫টি ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে। ভুটান, অসম থেকে রাজ্যে ঢুকেছে জল। ভুটানের ছাড়া জলে ভেসেছে নাগরাকাটা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande