উত্তরকাশী, ৬ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভাটওয়াড়ি উন্নয়ন ব্লকের বেশিরভাগ গ্রামে এবছর আলুর ব্যাপক ফলন হলেও নেই ক্রেতা। সেই নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আলু চাষিদের। তকনাউর উপত্যকার রায়থাল, কেয়ার্ক, বান্দ্রানি, নাতিন, দ্বারি, পাহি, গোরশালি, জাখোল, বারসু, পালা, কুজ্জন, তিহার এবং নলদাকথুড গ্রামগুলি মূলত আলু চাষের উপর নির্ভরশীল।
সোমবার আলুচাষি শিবেন্দ্র সিং রানা, ভূপেন্দ্র সিং রাওয়াত, বিনোদ পানওয়ার, বলবীর সিং রানা, ফাগন সিং রানা এবং ভারত সিং নেগি জানিয়েছেন , সরকারি সংস্থা ও সমবায় সমিতি কৃষকদের মধ্যে প্রায় ১,৮০০ টাকা দামের আলুর বীজ বিতরণ করে। সেইভাবেই জেলা প্রশাসনের উচিত সমবায় সমিতি, উদ্যানপালন বিভাগ এবং কৃষি বিভাগের মাধ্যমে যুক্তিসঙ্গত মূল্যে চাষিদের থেকে ফসল কেনা, যাতে গ্রামবাসীরা অল্প হলেও লাভের মুখ দেখতে পায় । এই আলু চাষের উপর নির্ভর করে তাদের জীবন ও জীবিকা। তাই পর্যাপ্ত অর্থ হাতে না পেলে তাদের জীবন ও জীবিকা বিপন্ন হবে। এখনও পর্যন্ত তাঁরা সমস্যার কথা জানিয়ে সম্মিলিতভাবে প্রশাসনের কাছে একটি আবেদনপত্র জমা দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক