কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): সোমবার বিধাননগরে মৃত্যু হল ডেঙ্গু আক্রান্ত এক নাবালিকার। সল্টলেক সেক্টর ৩ ইএসআই হাউসিং কমপ্লেক্সের বাসিন্দা ওই নাবালিকা। ১৬ বছরের নাবালিকার নাম - টিয়া জানা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নবমীর দিন ভর্তি হয় ইএসআই হাসপাতালে। সেখানে ভেন্টিলেশনে ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে রেফার করা হয় অন্য একটি হাসপাতালে।
পুজোর মধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয় টিয়া। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে, তাঁকে প্রথমে ইএসআই হাসপাতাল ও পরে মেডভিউ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু, ১৬ বছরের টিয়াকে প্রাণে বাঁচানো গেল না। সোমবার মৃত্যু হল ডেঙ্গু আক্রান্ত এক নাবালিকার।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা