বাগডোগরা পৌঁছলেন শমীক ভট্টাচার্য, যাবেন দুর্যোগ কবলিত এলাকায়
কলকাতা, ৬ অক্টোবর (হি.. স.) : উত্তরবঙ্গের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বাগডোগরা পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সেখানে পৌঁছতে তাঁকে অভ্যর্থনা জানান দলের সাংসদ রাজু বিস্ত। একাধিক জায়গায় যাচ্ছেন তিনি। সাংসদ খ
বাগডোগরা পৌঁছলেন শমীক ভট্টাচার্য, যাবেন দুর্যোগ কবলিত এলাকায়


কলকাতা, ৬ অক্টোবর (হি.. স.) : উত্তরবঙ্গের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বাগডোগরা পৌঁছলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সেখানে পৌঁছতে তাঁকে অভ্যর্থনা জানান দলের সাংসদ রাজু বিস্ত। একাধিক জায়গায় যাচ্ছেন তিনি। সাংসদ খগেন মুর্মু, বিধায়ক দীপক বর্মণ, মাটিগাড়া- নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক আনন্দময় বর্মণ প্রমুখ তাঁর সঙ্গে রয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে যে, তিনটি ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গতদের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। অল্প সময়ের ব্যবধানেই নাগরাকাটা পৌঁছে যাবেন। এরপর ধূপগুড়ি ও তারপর আঠারোখৈ এলাকা পরিদর্শনের কর্মসূচি রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। বাগডোগরা হয়ে এই পর্বের জেলা সফরেই তিনটি স্পট ঘুরে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এরপর দিনের শেষে কলকাতা ফিরে আসার কথা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande