উত্তর প্রদেশে ভানের ধাক্কায় মৃত্যু বাসচালকের
আউরাইয়া, ৬ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে ভাউপুর গ্রামে। জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় এটাওয়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্
উত্তর প্রদেশে ভানের ধাক্কায় মৃত্যু বাসচালকের


আউরাইয়া, ৬ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ হারাল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে ভাউপুর গ্রামে। জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় এটাওয়ার দিক থেকে আসা একটি দ্রুতগামী ভ্যান তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম দিলীপ পাঠক (৪৫)। পেশায় বাসচালক তিনি।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ও পরিবারের সদস্যরা এটাওয়া–কানপুর মহাসড়ক অবরোধ করে ভ্যানচালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন স্থানীয়রা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande