আউরাইয়া, ৬ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় রবিবার রাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অ্যাম্বুলেন্স চালক। দিবারিয়াপুর রোডের বিরিয়া ভাট্টার কাছে দ্রুতগামী একটি পিকআপের ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক প্রদীপ তিওয়ারির। তিনি উনাও জেলার বাসিন্দা ও কানপুরের রামাদেবী হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন।
সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, রোগীকে নামিয়ে ফেরার পথে রাস্তায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। গুরুতর আহত পিকআপ ভ্যান চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যানজটের পর পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন