বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনে পুলিশের জালে ২ অভিযুক্ত
কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের দায়ে সোমবার সকালে কলকাতা থেকে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টায় রয়েছে পুলিশ। এই খুনের ঘটনায় প্রথম থেকেই নজরে ছিল ‘গোল্ডেন ডাকু’ সুবোধ স
বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনে পুলিশের জালে ২ অভিযুক্ত


কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): বরানগরে স্বর্ণ ব্যবসায়ী খুনের দায়ে সোমবার সকালে কলকাতা থেকে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টায় রয়েছে পুলিশ।

এই খুনের ঘটনায় প্রথম থেকেই নজরে ছিল ‘গোল্ডেন ডাকু’ সুবোধ সিংয়ের গ্যাং। তাঁর টিমের ডাকাতির কিছু বিশেষত্ব থাকে। যেমন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ভয় দেখিয়ে সময় নষ্ট না করে খুব বেশি হলে ১০মিনিটের মধ্যে কাজ শেষ করা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এগুলোর কোনওটাই অনুসরণ হয়নি এক্ষেত্রে।

সোনার দোকানে থাকা ভারী লোহার দণ্ড ব্যবহার করেই মাথায় আঘাত করা হয়েছিল ষাটোর্ধ স্বর্ণ ব্যবসায়ী শংকর জানাকে। দোকান থেকেই সেটি উদ্ধার হয়েছে। হামলার শুরুতেই ব্যবহার করা হয়েছিল লঙ্কার গুঁড়ো! ক্রেতা সেজে ঠিক যেই সময়ে দুষ্কৃতীরা এসেছিল তখন অন্যান্য দোকান বন্ধ থাকে। শংকর জানাও সাধারণত সেই সময় দোকান বন্ধ করেন, আবার বিকেল ৫টার পর খোলেন। তাই পরিচিত কেউ এর সঙ্গে জড়িত রয়েছে বলেই সন্দেহ ছিল পুলিশ ও ব্যবসায়ী মহলে।

ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। লুটের উদ্দেশ্যেই এই খুন? নাকি পিছনে লুকিয়ে অন্য কোনও রহস্য, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande