কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তার জেরে বিপর্যস্ত জনজীবন। প্রাণহানি হয়েছে। কিন্তু উত্তরবঙ্গে এখনই থামছে না দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টাও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলায়। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আট জেলার মধ্যে আলিপুরদুয়ারে হতে পারে ভারী বর্ষণ। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টি। তবে পুরোপুরি থামবে না।
বিগত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাশাপাশি সিকিম, অসম, মেঘালয়েও ভারী বৃষ্টি হয়েছে। সে কারণে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় আরও ধস নামার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে। এর ফলে আরও কিছু এলাকা প্লাবিত হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য কম।
দুর্যোগের পরিস্থিতি উত্তরবঙ্গে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে বন্ধ করা হয় বন্ধ করা হলো হাতি সাফারি। শুধু সাফারি নয়, সেখানে পর্যটন সংক্রান্ত সমস্ত পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটক ও কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা