শিলিগুড়ি, ৬ অক্টোবর (হি.স.): সোমবার সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ের একাংশে। বৃষ্টি হচ্ছে সমতলে শিলিগুড়ি ও জলপাইগুড়িতেও। তাতে নতুন করে বিপদের আশঙ্কাও করছেন অনেকে। তবে সোমবার পাহাড়ে নতুন করে কোনও ধসের খবর মেলেনি।
দার্জিলিংগামী ৫৫ নম্বর, কালিম্পং এবং সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বা ডুয়ার্স হয়ে ৭১৭ এ জাতীয় সড়ক খোলা থাকলেও রাস্তা বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। ডুয়ার্স তথা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা থেকে জল নামতে শুরু করেছে ধীরে ধীরে। এদিন মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে পৌঁছনোর কথা। সঙ্গে থাকবেন প্রশাসনিক আধিকারিকরাও।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ