পশ্চিমবঙ্গে আর গণতন্ত্র নেই : সুকান্ত মজুমদার
কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, আমাদের সাংসদ, বিধায়ক এবং রাজ্য নেতাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তাত
পশ্চিমবঙ্গে আর গণতন্ত্র নেই : সুকান্ত মজুমদার


কলকাতা, ৬ অক্টোবর (হি.স.): সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, আমাদের সাংসদ, বিধায়ক এবং রাজ্য নেতাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে বোঝা যাচ্ছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই। আজ, আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপির একটি দল ত্রাণ কাজের জন্য, জনগণের সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের এনে এখানে বসতি স্থাপন করে এমন পরিস্থিতি তৈরি করেছেন। আমার মনে হয় এটি পরিকল্পিত ছিল এবং মুখ্যমন্ত্রীও এতে জড়িত, কারণ মুখ্যমন্ত্রীর অজান্তে এত বড় আক্রমণ ঘটতে পারে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande